কিভাবে এক বা একাধিক ওয়েবসাইটকে ব্লক করে রাখবেন?

27/07/2011 15:42

1.       মনে করুন আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন রয়েছে এবং আপনি এটাকে খুব নিয়মিতভাবে ব্যবহার করে থাকেন আপনার বাসায় যদি শিশুরা থাকে এবং তাদের কম্পিউটার ব্যবহার করবার সম্ভাবনা থাকে তাহলে আপনাকে এমন কিছু ওয়েবসাইট ব্লক করে রাখার দরকার পড়তে পারে যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে আবার যদি কিছু ওয়েবসাইটের কারনে আপনার কাজের সমস্যা হয় তাহলে আপনি সেগুলোকেও বন্ধ করে দিতে পারবেন কিন্তু কিভাবে তা করবেন? চিন্তার কোন কারন নাই আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন জনপ্রিয় ওয়েবসাইট গুগল ক্রোমে এই ধরনের একটা অপশন আছে যার মাধ্যমে আপনি কিছু ওয়েবসাইট বন্ধ করে রাখতে পারবেন কিন্তু সেটি আপনাকে ম্যানুয়ালি এই কাজটি করতে দেবে না এই পোষ্টে আপনি আপনাদেরকে বলব যে কিভাবে আপনারা ম্যানুয়ালি একটা একটা করে আপনার মতে ক্ষতিকর সাইট বন্ধ করে রাখতে পারবেন শুধুমাত্র নিচের পদ্ধতি অবলম্বন করুন
১। উইন্ডোজ এক্সপ্লোরার অপশনটি চালু করুন এবং তারপরে অ্যাড্রেসবারে টাইপ করুন “C:WINDOWSsystem32driversetc” অথবা আপনি একটা একটা করে ফোল্ডারে ক্লিক করেও নির্দিষ্ট অপশনটিতে যেতে পারবেন। তারপরে ইন্টার চাপুন। এই সময়ে উইন্ডোজ এক্সপ্লোরার আপনার সামনে ৩টা ফাইল খুলবে “hosts”, “networkএবং protocol
২। এখন যে কোন একটা টেক্সট এডিটর (যেমন নোটপ্যাড) দিয়ে মাউসের ডান বাটনের সাহায্যে “hosts” নামক ফাইলটি খুলুন।
৩। এখন ডকুমেন্টটির শেষে এই নম্বরটি লিখুন “127.0.0.1” এরপরে একটা স্পেস দিয়ে যে ওয়েবসাইটটি বন্ধ করতে চান সেটির ঠিকানা লিখুন। উদাহরনস্বরূপ, যদি আপনি yaAAAAAAAA নামক সাইটটি বন্ধ করতে চান তাহলে সেজন্য লিখুন “127.0.0.1 yaAAAAAAAA” তবে এই ক্ষেত্রে একটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন। আপনার “https://” বা “www” সহকারে লেখা ঠিক হবে না। কারন সেক্ষেত্রে সাইটটি বন্ধ নাও হতে পারে।
৪। এখন এই ডকুমেন্টটি সেভ করে রাখুন এবং আপনার কম্পিউটারটি রিস্টার্ট করুন। এখন থেকে আপনি যদি কোন ব্লক করা ওয়েবসাইট খুলতে চান তাহলে আপনার ভুল বার্তা দেখাবে