গুগলের নতুন আবিষ্কার ভয়েস দিয়ে সার্চ করা

27/07/2011 14:52

আমরা সকলে গুগল সম্পর্কে জানি। গুগল এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কোন ওয়েবসাইট বা তথ্য সার্চ করে তা খুব সহজে পেতে পারেন। যে কোনো তথ্য-উপাত্ত বা সাহায্য-সহযোগিতা, সবকিছুতেই গুগল আপনাকে সাহায্যের করে থাকে। এক কথায় যদি কাউকে একটা প্লাটফর্ম ভাবা যায়, তবে এখন পর্যন্ত গুগল সেই ভূমিকায় সর্বসেরা। কী নেই তাদের সেবায়, সর্বশ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন, সিউকিউরড মেইল সার্ভিস, ইউটিউব ভিডিও, ওয়ার্ল্ডওয়াইড গুগল ম্যাপ, অরকুট, বাজ, ব্লগারসসহ আরও অনেক অনেক উপকারী সেবা।

আজ আমি গুগল ডট কমে গুগল এর একটা নতুন সেবা খুজে পেলাম সেবাটি আমার কাছে অনেক ভাল লেগেছে। তাই আমি এই সেবাটির কথা আপনাদের সাথে শেয়ার করছি। গুগলের নতুন আবিষ্কার ভয়েস দিয়ে সার্চ করা। কি কেমন মনে হচ্ছে? আমার কাছে কিন্তু সার্ভিসটি ভালোই লেগেছে। আপনি ব্যাবহার করে দেখতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে গুগলে ভয়েস এ যেতে হবে।। এখানে ক্লিক করার আগে দেখে নিন আপনার মাইক্রোফোন এর সংযোগ দেয়া আছে কিনা। না থাকলে সংযোগ দিয়ে নিন। এবার আপনি গুগল এর সার্চ বক্স এর সেই মাইক এর চিনহ তে ক্লিক করুন এবং বলুন ইউ এস এ। আপনাকে ইউ এস এ বলতে বললাম কারন এখানে আপনি প্রথমে ভয়েস দিয়ে সার্চ দিতে গেলে একটা বললে হয়ত আরেকটা দেখাবে। কিন্তু ইউএসএ প্রায় সব দেশেই একভাবে বলে। আর একটা কথা মনে রাখবেন এখানে কিন্ত আমেরিকান ইংলিশ বলার চেস্টা করবেন। আর বর্তমানে ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা তারা গ্রহন করবেনা।